fbpx

দেশের ৮০ ভাগ মানুষ বিনামূল্যে টিকা পাবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে দেওয়া এক বক্তব্যে বলেন, ‌’যত টাকা লাগে দেওয়া হবে, আরও টিকা নিয়ে আসা হবে দেশে।’

এ সময়ে তিনি সংসদ অধিবেশনে আরও বলেন, ‘ভ্যাকসিন এসেছে চীন ও যুক্তরাষ্ট্র থেকে। সব দেশের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে। দেশের ৮০ ভাগ মানুষকে বিনামূল্যে করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে জানান, দেশে চলমান টিকাদান কার্যক্রম শেষ হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ঈদুল ফিতরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ গ্রামে গিয়েছিল বলেই করোনা সংক্রমণ এতটা বেড়েছে। গত ঈদে নিষেধ করা সত্ত্বেও মানুষ বাড়ি গিয়েছিল, তখন সরকারের কথা শুনলে এখন হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না বা সংক্রমণও এতটা বাড়ত না।’

Advertisement
Share.

Leave A Reply