fbpx

টিকা কেনার জন্য ১ হাজার ৪৫৫ কোটি টাকা বরাদ্দ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বর্তমানে (অক্টোবর ২০২০) ৩ লাখ ৩৪ হাজার ৯৮২ জন ঋণ খেলাপি রয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য অসীম কুমার উকিলের প্রশ্নের উত্তরে সোমবার (২৫ জানুয়ারি) এ তথ্য জানান মন্ত্রী।

এদিকে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীর আরেক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। আর ডিসেম্বর ২০২০ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৪৭১ কোটি ৭১ লাখ টাকা আদায় হয়েছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় ৩২.৮৭ শতাংশ বেশি।’

আরেক সাংসদ মামুনুর রশীদ কিরণের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের টিকা কেনার জন্য এ পর্যন্ত ১ হাজার ৪৫৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।’

এছাড়া অর্থ পাচার বন্ধে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ‘এসব পদক্ষেপের ফলে বৈদেশিক মুদ্রা বা অর্থ পাচার অনেকাংশে কমে যাবে।’

Advertisement
Share.

Leave A Reply