fbpx

সিনেমার জন্য ১ হাজার কোটি টাকা, কারা পাবেন, কীভাবে পাবেন?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের বলরুমে গত শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে চলচ্চিত্র তারকা অনন্ত জলিল প্রযোজিত, পরিচালিত এবং অভিনীত দুটি চলচ্চিত্র ‘দিন: দ্য ডে’ এবং ‘নেত্রী: দ্যা লিডার’ এর বাংলাদেশ, ভারত, ইরান ও তুরস্কের শিল্পীসহ প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়। সেখানে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘আগামী পাঁচ বছর পর দেশে সিনেমা হলের সংখ্যা দ্বিগুণ হবে।’

তিনি আরো বলেন, ‘তিনটি ক্যাটাগরীতে সিনেমা হলগুলোতে প্রণোদনা দিচ্ছে সরকার। হল প্রতি দেওয়া হবে সর্বোচ্চ ৫ কোটি টাকা। এছাড়াও সিনেমা তৈরিতে অনুদানের টাকা বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারি অনুদানে সিনেমা বানালে কমপক্ষে ১০ হলে প্রচার করতে হবে।’

সিনেমা তৈরিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান ড. হাছান মাহমুদ।
সিনেমা জাতি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আশা ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, ‘জাতি গঠনের ক্ষেত্রে চলচ্চিত্র অনেকটাই অবদান রাখে।‘

আগামী দিনে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্ব অঙ্গনে একটি স্থান তৈরী করে নিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় আরো বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক কাজী হায়াৎ, গাজী মাজাহারুল আনোয়ার, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ নওশাদ প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply