fbpx

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু ২ মে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ২ মে শুরু হচ্ছে। দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন বিকাল ৫টার দিকে সংসদের বৈঠক শুরু হবে।

সোমবার (১৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন শাখর সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন সপ্তাহ খানেক চলতে পারে বলেও জানা গেছে। এরপর জুনে বসবে সংসদের বাজেট অধিবেশন।

এর আগে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয় গত ৫ মার্চ। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। ২ মে অধিবেশনের আগে কার্য–উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক হবে।

আগামী ১ জুন সংসদে ২০২৪–২৫ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সে হিসাবে দ্বিতীয় অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।

Advertisement
Share.

Leave A Reply