fbpx

আবারও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাতিসংঘের মহাসচিব হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন অ্যান্তোনিও গুতেরেস। ২০২৬ সাল পর্যন্ত জাতিসংঘের শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

শুক্রবার শপথ গ্রহণের পর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বিশ্বজুড়ে চলমান করোনা মহামারি থেকে প্রাপ্ত শিক্ষা কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

গুতেরেস বলেন, বৈশ্বিক সমস্যা সমাধানে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের সবুজ ও টেকসই উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিতে কাজ করবেন তিনি।

৭২ বছর বয়সী গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়াত্ব পালন করেছেন। ২০১৬ সালে পাঁচ বছরের জন্য জাতিসংঘের মহাসচিব মনোনীত হন তিনি। এর আগে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা এক দশক জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মহাসচিব হিসেবেও কাজ করেছেন অ্যান্তেনিও গুতেরেস।

Advertisement
Share.

Leave A Reply