fbpx

ধর্মঘটে জ্বালানি তেল ব্যবসায়ীরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক লরি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে ১২ ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালন করছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। আজ সোমবার ভোর থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় সরবরাহ বন্ধ রয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাবেন তারা।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনসহ চারটি সংগঠন এ ধর্মঘট পালন করছে।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন জানান, ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালিত হচ্ছে। এর ফলে খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। তবে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল বিক্রি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেখ মুরাদ হোসেন আরো জানান, একই সঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগের ডিপো থেকেও তেল উত্তোলন বন্ধ রেখে এ ধর্মঘট পালিত হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply