fbpx

নগরের উন্নয়নের জন্য গাছ কাটা যাবে না: মেয়র আতিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নগরের উন্নয়নের জন্য কোনো প্রকার গাছ কাটা যাবে না এমনটাই বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম। আমরা (উত্তর সিটি করপোরেশন) দুই লাখ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি, এই পরিকল্পনা বাস্তবায়নে আমরা বনবিভাগকে সম্পৃক্ত করেছি।

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর তেজগাঁও এলাকায় মেয়র আনিসুল হক সড়কে দুই লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেছেন, গাছ বাঁচিয়ে আমাদের উন্নয়ন পরিকল্পনা করতে হবে। বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে রাজধানীর বায়ুদূষণ কমবে, তাপদাহ কমবে এবং ঢাকা মহানগরীতে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।

তিনি আরও জানিয়েছেন, গাছের পরিচর্যার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০০ জন মালি নিয়োগ দেওয়া হবে। এ পদে অনেক শিক্ষিত ছেলেরাও আবেদন করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছে। কারণ তারা পরিবেশ রক্ষার্থে কাজ করতে চায়।

নিয়োগ পাওয়া মালিদের দায়িত্ব সম্পর্কে মেয়র বলেন, এক কিলোমিটারের মধ্যে গাছের রিপোর্ট একেকজন দিবেন। ‘সবুজে বাস, বারো মাস’ স্লোগানে এ কর্মসূচির মাধ্যমে আমরা ঢাকায় সবুজে বাস করব।

স্থপতি ইকবাল হাবিব ও নগর পরিকল্পনাবিদ আখতার হামিদের সঙ্গে বসে সিটি করপোরেশন কর্মপরিকল্পনা ঠিক করেছে বলে বলে জানানো হয়।

Advertisement
Share.

Leave A Reply