fbpx

নতুন শিক্ষাক্রমে ক্লাস হবে পাঁচ দিন: দীপু মনি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আমাদের নতুন শিক্ষাক্রমে পাঁচ দিন হবে শ্রেণিকক্ষে পাঠদান। নতুন শিক্ষা কার্যক্রমে প্রধানমন্ত্রী থেকে এটি অনুমোদিত- বলেছেন শিক্ষামন্ত্রী  দীপু মনি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গত বছর পর্যন্ত শিক্ষাক্রমে ছিল ছয় দিন ক্লাস হওয়া। সে সময় বিদ্যুৎ সংকটের কারণে সেটিকে আমরা পাঁচ দিন করেছি। তখনই আমি বলেছিলাম, এখন বিদ্যুতের জন্য পাঁচ দিন করছি। কিন্তু আগামী বছর নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঁচ দিনই হবে আমাদের শ্রেণিকক্ষে পাঠদান।’

অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘কারিগরি শিক্ষা বিভাগে শিক্ষক সংকট নেই। কারিগরি শিক্ষা বিভাগে গত চার বছরে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে। তার আগের ১০ বছরে কোনও শিক্ষক নিয়োগ হয়নি।’

Advertisement
Share.

Leave A Reply