fbpx

নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২১-২২ শিক্ষাবর্ষে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। শিক্ষার্থীদের এজন্য সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে না। তারা অনলাইনেই রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দিতে পারবেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরুর কথা জানিয়েছে।

নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ১৭১ টাকা। এছাড়া নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করার সুযোগ রাখা হয়েছে।

ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই ফরম পূরণ করা যাবে। ‘সোনালী সেবা’র মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। ১২ বছর পূর্ণ না হলে বা ১৮ বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না।

শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায়ভার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

Advertisement
Share.

Leave A Reply