fbpx

নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হবে মেট্রোরেল : ওবায়দুল কাদের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি বছরের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হবে মেট্রোরেল। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, এমআরটি লাইন-৬ এর কাজ আমরা প্রায় শেষ করে এনেছি। নভেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত আমরা মেট্রোরেল চালু করতে পারব বলে আশা করছি।

প্রায় সাড়ে ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশে গত ডিসেম্বর থেকে বাণিজ্যিক চলাচল শুরু হয়েছে।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর লক্ষ্য ছিল সরকারের।

বর্তমানে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশনে যাত্রী পরিবহন করে মেট্রোরেল।

Advertisement
Share.

Leave A Reply