fbpx

নাইজেরিয়ায় অপহৃত কয়েকশ শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যের একটি স্কুলে হামলা চালিয়ে শিক্ষার্থীদের অপহরণ করা গোষ্ঠীর সাথে বন্দুক যুদ্ধ হয়েছে সামরিক বাহিনীর। এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি।

শুক্রবার সকালে একে- ৪৭ বন্দুক দিয়ে সকাল ৯টার দিকে কানকারা জেলার সরকারি বিজ্ঞান মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালায় একটি গোষ্ঠী। সংবাদ মাধ্যম রয়টার্সকে এক অভিভাবক ও স্কুলটির কর্মকর্তারা জানান, স্কুলটিতে মোট আটশ ছাত্র-ছাত্রী ছিলেন। তাদের অর্ধেকই এখন নিখোঁজ রয়েছেন।

প্রেসিডেন্ট বুহারি জানান, এর মধ্যেই হামলাকারীদের অবস্থান নিশ্চিত করেছে সেনাবাহিনী। তারা এখন একটি বনে অবস্থান করেছে।  বিমান থেকে বন্দুক যুদ্ধ চালিয়ে তাদের আটক ও অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

হামলাকারীদের নিন্দা জানিয়ে বুহারি জানান, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার অভিযানে সেনাবাহিনীর সাথে কাজ করছে পুলিশ সদস্যরাও।

স্থানীয় গণমাধ্যম জানায়, কাটসিনা রাজ্যে মুক্তিপণের জন্য প্রায়ই স্থানীয়দের ওপর এমন হামলা চালায় ডাকাত দল।  একই সাথে এই এলাকায় জঙ্গি হামলাও একটি নিয়মিত ঘটনা।

Advertisement
Share.

Leave A Reply