fbpx

নাটোরে ১৫ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে লেবু!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাজারে হালি নয় বরং কেজি হিসেবে বিক্রি হচ্ছে লেবু। অবাক হলেও নাটোরের নলডাঙ্গা উপজেলায় এই ঘটনাই ঘটেছে। খুচরা বিক্রেতারা সেখানকার বাজারে বস্তায় বস্তায় কিনে আনা লেবু কেজি দরে বিক্রি করছেন।

ব্যবসায়ীরা বলছেন, চাহিদা থাকলেও এবার লেবুর উৎপাদন কম হয়েছে। তাই হালির জায়গায় কেজিতেই বিক্রি করছেন তারা। এতে বাজার সিন্ডিকেটের কোনো হাত নেই বলেও জানিয়েছেন বিক্রেতারা।

মঙ্গলবার (১৫ জুন) সকালে নলডাঙ্গা হাটের পুরাতন মাছ বাজার রোডে খুচরা বিক্রেতারা হাঁকডাক দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।

সোহরাব হোসেন নামের এক বিক্রেতা বলেন, ‘অনেক দিন ধরেই সবজি বিক্রি করি আমি। কিন্তু দুদিন থেকে লেবু বেচা শুরু করেছি। লেবুর উৎপাদন বেশি হওয়ায় দামও কমেছে। তাই বস্তায় করে কিনে সেটা কেজিদরে মেপে বিক্রি করছি।’

ক্রেতারাও কম দামে লেবু কিনতে পেরে বেশ খুশি। লেবু যে কেজিতে পাওয়া যায়, সেটিই ছিল তাদের কাছে সবচেয়ে অবাক করার বিষয়।

এক ক্রেতা বলেন, ‘এক কেজি লেবু কিনেছি। আমরা তো সবসময় লেবু কিনতাম হালি হিসেবে। এক হালি ৪০ টাকা বা ৩০ টাকা। কিন্তু এবার কেজিতে লেবু বিক্রির জন্য ডাকছে সেটা কী আর হাত ছাড়া করা যায়।’

Advertisement
Share.

Leave A Reply