fbpx

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে  আরও বেশ কয়েকজন।

আজ ১ সপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ সদরে অনুষ্ঠান চলাকালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়ে।

নিহতের নাম শাওন তিনি ফতুল্লার এনায়েতনগরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি জানান, আমাদের এনায়েতনগর ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা শাওন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমাদের জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিব রাজসহ দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক।

সকালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শহরের উকিলপাড়া মোড় থেকে মিছিল নিয়ে ২ নম্বর রেলগেট এলাকায় গেলে পুলিশ তাদের বাধা দেয়। এর পর বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়।

Advertisement
Share.

Leave A Reply