fbpx

নারীত্বের মহিমা উদযাপনে রঙ বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নারী-পুরুষে মূলত কোন ভেদাভেদ নেই, তারপরেও নারীত্বের মহিমা উদযাপনে ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করে।

রঙ বাংলাদেশও নারীর প্রতি শ্রদ্ধা জানাতে চায় তাদের সৃজনে, তাদের আয়োজনে। স্মরণ করতে চায় নারীর অবদান। সেজন্য এই দিবস উপলক্ষ্যে ১-৮ মার্চ-২০২২ অনলাইনে থাকছে ১৫% পর্যন্ত বিশেষ মূল্যছাড়। রঙ বাংলাদেশ এর ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে পণ্য কিনলেই এই বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

রঙ বাংলাদেশ এর প্রতিটি আউটলেটে ও অনলাইনে নারীদের জন্য নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ-ওড়না, সিঙ্গল কামিজ, সিঙ্গেল ওড়না, ফতুয়া, কুর্তি, ব্লাউজ,মাস্ক, গহনা, মগ । এছাড়া আরো রয়েছে জুয়েলারী ও নানা রকম উপহার সামগ্রী।

তাহলে এখনই খোঁজ করুন আপনার পছন্দের পোশাক রঙ বাংলাদেশ এর ওয়েবসাইট ও ফেসবুক পেজে, আর মেতে উঠুন নারীত্বের মহিমা উদযাপনে। রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাইরের যে কোন আউটলেটেই পাবেন চমৎকার এই নারী দিবস সংগ্রহ।

Advertisement
Share.

Leave A Reply