fbpx

নিউজিল্যান্ডে ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিউজিল্যান্ডে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির কিছু কিছু এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়াও অস্ট্রেলিয়ার নরফোক দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া চিলি থেকে জানানো হয়েছে, সেখানেও অল্প মাত্রার সুনামি হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডে ভূমিকম্পের পর সুনামির ঢেউ ১০ ফুট উচ্চতায় পৌঁছাতে পারে-কর্তৃপক্ষের এমন সতর্কতার পর দেশটির নর্থল্যান্ড এবং বে অব প্লেন্টি এলাকার শ্রমিক, শিক্ষার্থী এবং বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) জানিয়েছে, নর্থ আইল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেরমাডেক আইল্যান্ডে সর্বশেষ ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। একই এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাতের পরপরই ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর আগে দিনের শুরুতে নর্থ আইল্যান্ডের প্রায় ৯০০ কিলোমিটার দূরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

 

Advertisement
Share.

Leave A Reply