fbpx

নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনী চক খুলেছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার ৪২ টি দোকান বন্ধ রাখা হয়। তবে রবিবার সকাল ১১ টার পর নিউমার্কেটের মূল গেট খুলে দেওয়া হয়। একইসঙ্গে গাউছিয়া ও চাঁদনী চক মার্কেটসহ আশপাশের বিপণিবিতানগুলোও খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। ফুটপাতের দোকানগুলোতে হকাররেয়া আগের মতোই পণ্য নিয়ে বসে গেছেন।

এখনও বন্ধ রয়েছে চন্দ্রিমা সুপার মার্কেট, নিউমার্কেট ও ক্ষতিগ্রস্ত নিউ সুপারের আশেপাশের মার্কেটগুলো।

রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই দোকানকর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। সকাল ৯টার পর থেকে ক্রেতারা আসতে শুরু করে। অনেক ক্রেতা আজ আগেভাগে চলে এসেছেন, যাতে অতিরিক্ত গরমের মধ্যে দ্রুত কেনাকাটা শেষ করে বাসায় ফেরা যায়।

ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের মার্কেটের বিদ্যুতের সংযোগ ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে। বেলা ১১টায় নিউমার্কেট খুলে দেওয়া হবে। ব্যবসায়ীরা ইতিমধ্যে গোছগাছ শুরু করেছেন। ক্রেতাদের নির্বিঘ্নে কেনাকাটা করার পরিবেশ নিশ্চিত করতে সাধ্যমতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। বলে জানান তিনি।

একই সঙ্গে নুরজাহান মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, নেহার ভবন শপিং সেন্টার, গ্লোব সুপার মার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, নূর ম্যানশন শপিং সেন্টার, ইসমাইল ম্যানশন মার্কেট, সুবাস্তু অ্যারোমা সেন্টার শপিং মল, ইস্টার্ন মল্লিকা ও চন্দ্রিমা মার্কেটের মতো এ এলাকার যে ৪২টি বিপণিবিতান গতকাল বন্ধ ছিল, সেগুলো আজ খুলে যাবে বলে জানা গেছে।

তবে যে মার্কেটে গতকাল আগুন লেগেছিল, অর্থাৎ নিউ সুপার মার্কেট আজও বন্ধ থাকবে। তবে এ মার্কেটও দ্রুত চালু করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হওয়ায় রাস্তার পাশে পণ্যের পসরা সাজাতে শুরু করেছেন হকাররা।

প্রসঙ্গত, শনিবার ভোর ৫ টা ৪০ মিনিটে আগুন লাগে ঢাকা নিউ সুপার মার্কেটে (দক্ষিণ)। তিনতলা এ বিপণিবিতানের তৃতীয় তলায় গতকাল ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করে।

ভয়াবহ আগুনে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় কমপক্ষে ২৫০টি দোকান পুড়ে গেছে। বেশির ভাগই কাপড়ের দোকান। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ২৫০ কোটি টাকার মতো হবে বলে প্রাথমিকভাবে মনে করছেন ব্যবসায়ীরা।

অগ্নিকাণ্ডে কেউ মারা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের ২৪ কর্মীসহ ৩২ জন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply