fbpx

নিউ মার্কেট সংঘর্ষ: ১০০ কোটি টাকা লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ীদের চলমান সংঘর্ষে অন্তত ২০টি মার্কেটের ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে। ঈদের আগে এই কেনাবেচা বন্ধ থাকায় ব্যবসায়ীরা কমপক্ষে ১০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

তিনি বলেন, ‘নিউ মার্কেট কেন্দ্রিক ২০টি মার্কেট রয়েছে। ব্যবসায়ীর সংখ্যা হবে দেড় লাখের বেশি। সামনে ঈদ, তাই এখন ব্যবসার পিক সময়। বেচাবিক্রি একদিন বন্ধ থাকায় বড় অংকের ক্ষতি হতে পারে। একদিন ব্যবসা বন্ধের ফলে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ১০০ কোটি টাকা। তবে সার্বিক ক্ষতির বিষয়ে সঠিক তথ্য দেয়া কঠিন।’

নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহীন বলেন, ‘সোমবার রাতে নিউ মার্কেটের একাধিক দোকানে লুটপাট হয়েছে। পুলিশ আসায় রক্ষা হয়।’

এই এলাকায় নিউ মার্কেট, গাউছিয়া সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মল, চাঁদনী চক, হকার্স মার্কেট, নিউ ম্যানশনসহ আরও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। লাখ লাখ মানুষের কর্মসংস্থান এখানে বলেও জানান তিনি।

গেল দুই বছরে করোনার কারণে দোকানপাট বন্ধ ছিল। এবার ঈদকে কেন্দ্র করে ক্ষতি পুষিয়ে নেবার চেষ্টা চলছে। ঈদ কেন্দ্রিক বাণিজ্যে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়বে বলেও জানান দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহীন।

Advertisement
Share.

Leave A Reply