fbpx

নির্বাচন হারলে রক্তগঙ্গা বইবে, হুঁশিয়ারি ট্রাম্পের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের হারলে ‘রক্তগঙ্গা’ বয়ে যাওয়ার বিষয়েও সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওহাইয়ো অঙ্গরাজ্যে গতকাল শনিবার একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্প এ মন্তব্য করেন বলে রবিবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সমাবেশে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, তিনি নির্বাচিত না হলে ‘রক্তগঙ্গা’ বইবে। তবে এ বক্তব্য দিয়ে তিনি কী বোঝাতে চাইছেন, সেটি পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রের মোটরগাড়িশিল্পের ঝুঁকি নিয়ে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়- স্থানীয় সময় শনিবার আউটডোরে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেন, তিনি যদি আগামী ৫ নভেম্বরের সাধারণ নির্বাচনে জয়ী না হন তবে আমেরিকান গণতন্ত্রের অবসান ঘটবে। ট্রাম্প বলেন, ‘আমরা যদি এই নির্বাচনে না জিততে পারি, আমি মনে করি না যে আপনারা এই দেশে আর কোনও নির্বাচন পাবেন।’

বক্তব্যে ট্রাম্প মেক্সিকোয় গাড়ি নির্মাণ ও সেগুলো মার্কিনদের কাছে বিক্রি করার চীনের পরিকল্পনার সমালোচনা করে বলেন, ‘আমি নির্বাচিত হলে তারা গাড়িগুলো বিক্রি করতে পারবে না।’

তিনি দাবি করে বলেন, ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় ছিল নির্বাচনী জালিয়াতির ফলাফল।

তিনি বলেন, ‘৫ নভেম্বরের তারিখটি মনে রাখুন। আমি মনে করি, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ হতে চলেছে।’ এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনকে নিয়ে তাঁর প্রায় সময়ই উল্লেখ করা সমালোচনামূলক এক মন্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, তিনি (বাইডেন) সবচেয়ে ‘মন্দ’ প্রেসিডেন্ট।

এদিকে ট্রাম্পের এসব মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট বাইডেনের প্রচারশিবির থেকে এক বিবৃতি দেওয়া হয়। সেখানে রিপাবলিকান এ নেতাকে ২০২০ সালের নির্বাচনে একজন ‘পরাজিত ব্যক্তি’ হিসেবে উল্লেখ করে বলা হয়, সেই সময় রাজনৈতিক সহিংসতা নিয়ে তিনি তাঁর হুমকি দ্বিগুণ করেছিলেন।

Advertisement
Share.

Leave A Reply