fbpx

নীলফামারীর জলঢাকা পৌরসভায় ভোটগ্রহণ চলছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তৃতীয় ধাপে নীলফামারীর জলঢাকা পৌরসভায় ভোটগ্রহণ চলছে। সকাল আটটা থেকে ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা চারটা পর্য়ন্ত।

শীতের কারণে সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়ার আশা নির্বাচন সংশ্লিষ্টদের।

পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভার ১৬ হাজার ৭১৩ নারী এবং ১৬ হাজার ৯২১ পুরুষসহ মোট ৩৩ হাজার ৬৩৪ জন ভোটার একজন মেয়র, নয়জন সাধারণ কাউন্সিলর এবং তিনজন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত করবেন।

এদিকে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্র ও কেন্দ্রের বাহিরে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও আনসারের ৫১৬ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে নয়টি ওয়ার্ডে একটি করে মোবাইল কোর্ট টিম মাঠে থাকবে। থাকবে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে একটি পৃথক টিম।

Advertisement
Share.

Leave A Reply