fbpx

নেত্রকোণা-৪ আসনে উপনির্বাচন ২ সেপ্টেম্বর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ২ সেপ্টেম্বর নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সভা শেষে এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

রোববার (১৬ জুলাই) ইসি সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে এ তথ্য জনিয়েছে। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

গণমাধ্যমে সিইসি বলেন,  কমিশন নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল দায়ের ২৬ থেকে ২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট এবং ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।

আগামী ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে এ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ১১ জুলাই নেত্রকোণা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য রেবেকা মমিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Advertisement
Share.

Leave A Reply