fbpx

নেদারল্যান্ডসে স্থগিত হল অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বের সপ্তম দেশ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করেছে নেদারল্যান্ডস। দেশটি জানিয়েছে আপাতত সাবধানতার জন্য ২৯ মার্চ পর্যন্ত এই ভ্যাকসিন দেওয়া স্থগিত রাখা হবে।

নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী উগো দ্য জং এক বিবৃতিতে বলেন, “ভ্যাকসিন নিয়ে কোনো সন্দেহ দেখা দিলে তা এড়িয়ে যেতে পারি না। আমাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাই এই আপাতত ভ্যাকসিন প্রয়োগ স্থগিত রাখা সঠিক ও সুচিন্তিত।“

নেদারল্যান্ডস অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ২০ লাখ ডোজ ভ্যাকসিন কিনেছে। দেশটিতে আগামী দু’সপ্তাহের মধ্যে তিন লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল।

এর আগে আয়ারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, বুলগেরিয়া, আইসল্যান্ড ও থাইল্যান্ডও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন স্থগিত করা হয়।

নরওয়ে ও ডেনমার্কে ভ্যাকসিন নেয়া প্রায় ৪০ জনের শরীরে রক্ত জমাটের খবর পাওয়া যায়।  এরপরই ভ্যাকসিনটির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ দেখা দেয়।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, রক্ত জমাটের ওই সব ঘটনার সাথে ভ্যাকসিনটির সম্পৃক্ত থাকার কোনো প্রামাণ পাওয়া যায়নি।

অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিনের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ছে ইউরোপেও।

Advertisement
Share.

Leave A Reply