fbpx

নৈশ কারফিউ জারি হলো দিল্লিতে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ধীরে ধীরে তার বিস্তার ছড়াচ্ছে ভারতে। এতে করে রাজধানী নয়াদিল্লিতে করোনা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। আর এই সংক্রমণ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে দিল্লি সরকার নৈশ কারফিউ জারি করেছে।

নৈশ কারফিউ জারি হলো দিল্লিতে

ছবি: এনডিটিভি

আজ সোমবার (২৭ ডিসেম্বর) থেকে এই কারফিউ কার্যকর হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মুখ্যমন্ত্রী জানান, আজ থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

দিল্লির স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি এক সমীক্ষা প্রতিবেদনে জানিয়েছে, দিল্লিতে করোনা শনাক্তের হার ০ দশমিক ৫৫ শতাংশ বেড়ে গেছে।

দিল্লির স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত ১০ জুনের পর থেকে সর্বোচ্চ শনাক্ত। আর আক্রান্তদের মধ্যে গত একদিনে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৪৩ হাজার ৩৫২ জন এবং মোট মৃতের সংখ্যা ২৫ হাজার ১০৫ জন।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এরইমধ্যে রাজ্যটিতে বর্ষবরণ উপলক্ষে সব উৎসব ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে, আপাতত রেস্তোরাঁ, বার, অডিটোরিয়ামে ৫০ শতাংশ উপস্থিতি ও বিয়ের অনুষ্ঠানে ২০০ জনের উপস্থিতি কার্যকর রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply