fbpx

নোটিশ নয়, অবৈধ স্থাপনা ভাঙা হবে যেকোন সময় : আতিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অবৈধ দখলদারদেরকে কোনো নোটিশ দেওয়া হবে না, বুলডোজার দিয়ে সেসব স্থাপনা যেকোন সময় ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (২৩ আগস্ট) রাজধানীর দক্ষিণ কাফরুল এলাকায় সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মেয়র আতিক বলেন, ‘নগর পিতা হিসেবে নয়, নগরবাসীর সেবক হিসেবে সবসময় জনগণের পাশে ছিলাম, আছি, থাকবো। স্থানীয় কাউন্সিলরসহ যারা বাড়ি বাড়ি গিয়ে সরু রাস্তা প্রশস্তকরণের কাজ করছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সকলের সহযোগিতায় রাস্তার উন্নয়নসহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

রাস্তা কারও একার জন্য নয়, সকলের ব্যবহারের জন্য। তাই যারা রাস্তা দখল করে রেখেছেন তাদেরকে নিজ দায়িত্বে দখল ছেড়ে দেয়ার পরামর্শ দেন উত্তরের মেয়র।

এসময় নগরবাসীকে লজ্জা পরিহার করে সুস্থতার জন্য ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিস্কার’- এই স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিস্কার-পরিচ্ছন্নতায় সামাজিক আন্দোলনকে সফল করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকেই সঠিকভাবে মাস্ক পরাসহ সরকারি সব নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলারও আহ্বান জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

Advertisement
Share.

Leave A Reply