fbpx

‘ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রপ্তানি বৃদ্ধির উদ্যোগ’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বর্তমানে দেশে পর্যাপ্ত আলু উৎপাদিত হচ্ছে। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রপ্তানি বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

গতকাল ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রংপুর সার্কিট হাউজে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে রপ্তানি আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এবছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আলু রপ্তানি থেকে আয় এতে অবদান রাখবে। সরকার আলু উৎপাদন, ব্যবহার ও রপ্তানি বিষয়ে সজাগ রয়েছে।

এ সময় দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন,  ভোক্তা যাতে প্রতারিত না হন, সেজন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ভোজ্যতেল, ডাল, চিনি, পেঁয়াজ এর মতো আমদানিনির্ভর পণ্য যাতে সঠিক মূল্যে বিক্রয় হয় সেজন্য সরকার নজরদারি জোরদার করেছে।

Advertisement
Share.

Leave A Reply