fbpx

পঞ্চগড়ের তাপমাত্রা ৬ ডিগ্রির ঘরে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা ৬ ডিগ্রির ঘরে নেমে এসেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে, ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র ঠান্ডা অব্যাহত রয়েছে। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল ৮টা নাগাদ সূর্যের মুখ দেখা গেলেও ঠান্ডা কমেনি।

এদিকে গভীর রাত থেকে হিম শীতল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোটার মতো ঝড়ে পড়া ঘনকুয়াশা ঠান্ডাকে আরও কঠিন করে তুলেছে। এতে দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন ও খেটে খাওয়া মানুষরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রের মানুষদের নিজ নিজ গন্তব্যে ছুটতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৯ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ৩ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রার পারদ নেমে এসেছে ৬ দশমিক ৯ ডিগ্রির ঘরে।

Advertisement
Share.

Leave A Reply