fbpx

পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে নারী ও শিশুসহ ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারকাজ চলছে বলে নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

তিনি জানান, ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু জানান, উদ্ধার হওয়া লাশের মধ্যে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত জন এবং ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীরা রবিবার দুপুর আড়াইটার দিকে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এলাকায় নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। কিন্ত নৌকায় বেশি যাত্রী থাকায় মাঝ নদীতে যাত্রীর চাপে নৌকা একপাশে উল্টে যায়। কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রীই এখনও নিখোঁজ রয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply