fbpx

পদ্মা সেতুর উদ্বোধন: নাশকতা এড়াতে ঢাকার আবাসিক হোটেল ও মেসে তল্লাশি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য রাজধানীর সকল আবাসিক হোটেল ও মেসে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এরই মধ্যে এই নির্দেশনা কর্মকর্তাদের কাছে পৌঁছানো হয়েছে বলেও জানান তিনি।

রবিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে ডিএমপি কমিশনার এ নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভিআইপি ও ভিভিআইপিদের সুষ্ঠু গমনাগমন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পদ্মা সেতু উদ্বোধন, আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে কেউ যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে তা প্রতিরোধে আবাসিক হোটেল ও মেসে তল্লাশি জোরদার করতে হবে।’

ডিএমপি কমিশনার এ সময় আরও বলেন, ‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যেসব এলাকায় গরুর হাট বসবে, সেসব স্থানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। গরুর হাটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের চাঁদাবাজিসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।’

Advertisement
Share.

Leave A Reply