fbpx

পদ হারালেন নেপালের উপপ্রধানমন্ত্রী রবি লামিছানে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নাগরিকত্বের অবৈধ কাগজপত্র জমা দিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন, এমন রায় দিয়ে নেপালের উপপ্রধানমন্ত্রী রবি লামিছানেকে তার দপ্তর থেকে অপসারণ করেছে নেপালের সুপ্রিম কোর্ট। গত মাসে লামিছানে নতুন সরকারের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান।

শুক্রবার দেশটির আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ বলেছে, মার্কিন নাগরিকত্ব ত্যাগ করার পর লামিছানে (৪৮) অবৈধ নাগরিকত্বের সনদপত্র ব্যবহার করে নভেম্বরের নির্বাচনে অংশ নিয়েছেন।

লামিছানের আইনজীবী সুনিল পোখরেল বলেছেন, “তিনি তার মন্ত্রিত্ব হারিয়েছেন এবং তার আসনে উপনির্বাচন হবে।”

এই মন্ত্রীর বিদায়ে ক্ষমতাসীন জোটের ভবিষ্যত প্রভাবিত হবে না বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক কৃষ্ণা খানাল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজনীতিতে প্রবেশের আগে লামিছানে জনপ্রিয় এক টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন।

পোখরেল জানিয়েছেন, লামিছানে এখন নিয়মিত জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন জানাবেন এবং দক্ষিণ নেপালে তার আসনের উপনির্বাচনে অংশ নেবেন।

Advertisement
Share.

Leave A Reply