fbpx

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জাবিতে সশরীরে ক্লাস বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সারাদেশে করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্লাস বন্ধ থাকলেও এসময় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সকল কার্যক্রম চালু থাকবে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জাবিতে সশরীরে ক্লাস বন্ধ

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় বুধবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার থেকে অনলাইনে ক্লাস চলবে। আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

রহিমা কানিজ বলেন, ‘আগামী রবিবার থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ থাকবে। দেশব্যাপী করোনার প্রকোপ বিবেচনায় এই সিদ্ধান্ত বহাল থাকবে। তবে, এ সময় দাপ্তরিক সব কার্যক্রম চালু থাকবে।’

স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে একাধিক গ্রুপ করে চলমান পরীক্ষা ও ব্যবহারিক ক্লাসগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অব্যহত থাকবে। প্রয়োজনে একাধিক কক্ষে পরীক্ষাগুলো নেওয়া হবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে হল প্রভোস্ট ও ডিনদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। ওই আলোচনার প্রেক্ষিতে বুধবার রাতে প্রশাসনিক সভায় বিষয়টি উত্থাপিত হয়।

Advertisement
Share.

Leave A Reply