fbpx

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে দূরপাল্লার বাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শুধুমাত্র দেশের সিটি করপোরেশন এলাকায় শর্ত অনুযায়ী ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন করে আগামীকাল সোমবার ও তার পরদিন মঙ্গলবার গণপরিবহন চলতে পারবে। তবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার (১১ এপ্রিল) দুপুরে তার সরকারি বাসভবন থেকে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান ওবায়দুল কাদের।

তিনি এ সময় সংবাদমাধ্যমকে জানান, আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে চলবে কঠোর লকডাউন। আর ৫ এপ্রিল থেকে শুরু হওয়া প্রথম ধাপের লকডাউন আজ রবিবার রাত ১২ টায় শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ ও ১৩ এপ্রিলও এই লকডাউন চলবে। এর প্রেক্ষিতেই দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের এ সময় আরো জানান, দেশের বৃহত্তর স্বার্থে করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে ১৪ এপ্রিল থেকে জরুরি সেবা ছাড়া সবাইকে ঘরে ভেতরে অবস্থান করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাসহ সরকার একটি প্রজ্ঞাপন জারি করবে বলে জানান তিনি। এ সময় সেতুমন্ত্রী দেশের এই সংকটের মুহূর্তে সবাইকে ধৈর্য্য ধরে স্বাস্থ্যবিধি মেনে চলে সরকারকে সহযোগীতা করার আহ্বান জানান।

Advertisement
Share.

Leave A Reply