fbpx

পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসবে বিআরটিএ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গতকাল শুক্রবার রাত ১২টার পর থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। দামের সঙ্গে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবে পরিবহন মালিকরা। আজ শনিবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহ। তিনি জানান, আজ বিকেল ৫টায় বিআরটিএর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গতকাল রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। দিবাগত রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হবে।

ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি বেড়েছে ৩৪ টাকা, যা পূর্বে ছিল ৮০ টাকা। পেট্রোলের দাম লিটারপ্রতি বেড়েছে ৪৪ টাকা, যা এতদিন ছিল ৮৬ টাকায়। অকটেনের লিটারপ্রতি দাম বৃদ্ধি করা হয়েছে ৪৬ টাকা, এতদিন যা ছিল ৮৯ টাকা।

Advertisement
Share.

Leave A Reply