fbpx

পরিবহন শ্রমিকদের করোনা টিকা নিবন্ধনের উদ্যোগ নিয়েছে সহজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ পরিবহন শ্রমিকদের কোভিড-১৯ টিকা নিবন্ধনের উদ্যোগ নিয়েছে অনলাইন টিকেটিং প্লাটফর্ম সহজ।মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে করোনা মহামারী প্রতিরোধের অংশ হিসেবে সোমবার (৩১ জানুয়ারি) টিকা নিবন্ধনের এই কার্যক্রম শুরু হয়েছে।

“সুরক্ষার পথে বাংলাদেশ” নামে এই কর্মসূচিতে পরিবহন শ্রমিকদের কোভিড-১৯ টিকার অনলাইন নিবন্ধনের সার্বিক সহায়তায় সহজ-এর এজেন্টরা নিয়োজিত রয়েছে। বাস ড্রাইভার ও হেলপাররা নিজ নিজ জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল  নিয়ে আসলেই এই সুবিধা নিতে পারবেন।

সারাদেশে করোনা মহামারি প্রতিরোধ কর্মসূচির আওতায় সরকার নীতিমালা নিয়েছে যে টিকা না দেয়া থাকলে পরিবহন শ্রমিকরা তাদের কাজ চালিয়ে যেতে পারবে না। অথচ তথ্য অনুযায়ী, ৫০ শতাংশের অধিক পরিবহন শ্রমিক এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধনই করেননি। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, অনলাইনে কিভাবে নিবন্ধন করতে হয় সেই সম্পর্কে তাদের পর্যাপ্ত জ্ঞানের স্বল্পতা। এমতাবস্থায়, পরিবহন ব্যবস্থার কল্যাণে কোভিড-১৯ টিকার অনলাইন নিবন্ধনের অস্থায়ী বুথ নিয়ে এগিয়ে এসেছে সহজ। এই উদ্যোগের মাধ্যমে অসংখ্য বাস ড্রাইভার এ হেলপাররা খুব সহজে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

সহজ-এর হেড অফ মার্কেটিং অ্যান্ড অ্যানালিটিকস গ্রেস কান্তা সরকার এ প্রসঙ্গে বলেন, “আমরা শুরু থেকেই চেয়েছি বাংলাদেশের পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য কাজ করে যেতে। সে লক্ষ্যেই পরিবহন নিরাপত্তাকে আমরা আমাদের মূল ভীত হিসেবে আখ্যায়িত করি। আমরা আমাদের টেক প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানির সহায়তায় যাত্রীদের কোভিড-১৯ বীমাসহ অন্যান্য আরও বীমা সুবিধা দিয়ে থাকি। বাংলাদেশের সবচেয়ে বড় টিকেট ডেস্টিনেশন হিসেবে সহজ-এর উপর দায়িত্ব বর্তায় পরিবহন  ব্যবস্থার কল্যাণে সরকারের সঙ্গে করোনা মহামারী প্রতিরোধে কাজ করা। সে সুবাদেই আমাদের এই উদ্যোগ, “সহজ: সুরক্ষার পথে বাংলাদেশ”।

Advertisement
Share.

Leave A Reply