fbpx

পশ্চিমা তিন প্রধানমন্ত্রীর ট্রেনযোগে ইউক্রেন সফর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ট্রেনে করে ইউক্রেন সফরে গেছেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্র্রী। ইউরোপীয় ইউনিয়নের দিক থেকে নিরাপত্তা ঝুঁকির সতর্কবাণী সত্ত্বেও তিন প্রধানমন্ত্রীর এ সফরের উদ্যোক্তা ছিল পোল্যান্ড।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তিন দেশের প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করেন। এ সময় ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শ্যামিলাহও উপস্থিত ছিলেন।

কিয়েভে তখন ৩৫ ঘণ্টার কারফিউ চলছিল। ইউক্রেনের রুশ হামলার পর পশ্চিমা দেশের নেতাদের মধ্যে তারাই প্রথম কিয়েভ সফরে যান।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিয়েস্কি বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে।

জানা গেছে, এই বৈঠকে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেনেজ জানসা ইউক্রেনের জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা একা নন। আপনাদের লড়াই আমাদের লড়াই। এক সাথে জয়ী হবো আমরা।’

ইউক্রেনের বাসিন্দাদের সাহসের প্রসংশা করেছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়াল।

তবে কেন তিন প্রধানমন্ত্রী ট্রেনে যাওয়ার সিন্ধান্ত নিয়েছিলেন?- গণমাধ্যমে সংবাদ শিরোনাম হয়েছে এ নিয়েও। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, পোলিশ সামরিক জেটের উড্ডয়ন রাশিয়ার কাছে বিপজ্জনক উস্কানি হিসেবে বিবেচিত হতে পারে। সেজন্যই ট্রেনে চড়ে ইউক্রেন যান তারা।

তিন নেতাকে বহনকারী ট্রেন কখন পোল্যান্ডের রাজধানী ওয়ারশে ফির আসবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Advertisement
Share.

Leave A Reply