fbpx

পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশে চোখ রাঙ্গাতে শুরু করেছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। দিন দিন করোনা শনাক্তের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সংক্রমণ বাড়ায় তাই ১২ জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি ৩২ জেলা মধ্যম ঝুঁকির তালিকায় এবং ১৬ জেলাকে কম ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এরই মাঝে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জন। এদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ১০ জন। শনাক্ত  বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৭ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জন।

এছাড়া করোনায় একদিনে সুস্থ হয়েছেন ৯ হাজার ৫০৭ জন। করোনায় এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৫৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৬ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply