fbpx

পাঁচ মাস পর দেশে ফিরেছেন ৮৮ জন বাংলাদেশি জেলে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া ৮৮ জেলে ৫ মাস পর দেশে ফিরেছেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে (বিএসএফ) ৫ মাস কারাভোগের পর তারা আজ ৩০ আগস্ট মঙ্গলবার দেশে ফিরলেন।

গতকাল (২৯ আগস্ট) বিকেলে সাতক্ষীরা সীমান্তে কালিন্দি নদীতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর জেলেদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় জেলেদের মাছ ধরার দুটি ট্রলারও হস্তান্তর করে বিএসএফ।

সাতক্ষীরার কৈখালী বিজিবির নায়েক সুবেদার মফিজ মিয়া ও ভারতের শমসেরনগর ক্যাম্পের কমান্ডার ইনস্পেক্টর অনিল কুমার এ বৈঠকের নেতৃত্ব দেন।

এই জেলেরা গত ফেব্রুয়ারি মাসে সাগরে মাছ শিকারে যান। একপর্যায়ে তারা পথ হারিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করলে বিএসএফ তাদেরকে আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের কারাগারে পাঠানো হয়।

কারাভোগকারী এই জেলেদের ফিরিয়ে আনতে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়।

Advertisement
Share.

Leave A Reply