fbpx

পাকিস্তানের ইসলামাবাদে উদযাপিত হলো ‘শেখ রাসেল দিবস’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে। এ উপলক্ষে দূতালয় প্রাঙ্গন বর্ণাঢ্য ব্যানার, পোস্টার ও বেলুনে সুসজ্জিত করা হয়। অনুষ্ঠানে অংশ নেন হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার।

হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী তার বক্তব্যে শেখ রাসেল ও বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, শেখ রাসেলের জন্মবার্ষিকী জাতীয় দিবস হিসেবে উদযাপনের সরকারের সিদ্ধান্ত অত্যন্ত সময়োচিত একটি উদ্যোগ।
আলোচনা শেষে শেখ রাসেলের আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং বাংলাদেশের সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

হাইকমিশনার উপস্থিত শিশু-কিশোরদের নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রদর্শিত হয় শেখ রাসেলের জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র ও আয়োজিত হয় শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Advertisement
Share.

Leave A Reply