fbpx

পার্বতীপুরে বগি লাইনচ্যুত, প্রায় ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনার প্রায় ৯ ঘণ্টা পর রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিট ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে একটি টুল ভ্যান এসে উদ্ধারকাজ শুরু করে। পরে বিকেল ৪টা ১৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে গমভর্তি ৩১টি বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে গুলপাড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি (১০০৩২৬) লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Advertisement
Share.

Leave A Reply