fbpx

পুতিন ইউক্রেনের সঙ্গে সমুদ্রের পানিচুক্তি বাতিল করেছেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সমুদ্রের পানিচুক্তি বাতিলের বিলে স্বাক্ষর করেছেন।

মঙ্গলবার ইউক্রেনের সঙ্গে আজভ সাগর এবং কের্চ প্রণালি নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটি বাতিলের বিলে স্বাক্ষর করেন তিনি।

ইউনি সাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, বিলটি প্রাথমিকভাবে পুতিনের মাধ্যমে গত ২৪ মে ফেডারেশন কাউন্সিলে জমা দেওয়া হয়েছিল। দেশটির দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ সেটি উত্থাপন করা হয়।

বুধবার ফেডারেশন কাউন্সিল বিলটিতে ভোট দিয়েছে যা চুক্তি থেকে রাশিয়ার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

পার্লামেন্টের ব্যাখ্যামূলক নোটে বলা হয়েছে, যে অঞ্চল নিয়ে এই চুক্তি হয়েছিল সেটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ায় চুক্তিটি বাতিল করার প্রয়োজনীয়তা দেখা দেয়।

রাশিয়ান ফেডারেশন ও ইউক্রেনের মধ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে সমুদ্রের জল এবং মৎস্যসম্পদ ব্যবহারের বিষয়ে চুক্তিটি এপ্রিল ২০০৪ সালে কার্যকর হয়। এতে উভয় দেশের রাষ্ট্রপ্রধান স্বাক্ষর করেন।

Advertisement
Share.

Leave A Reply