fbpx

পুনঃসংযোগ করা হয়েছে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পুনঃসংযোগ করা হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুটি ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ)।

শনিবার দিবাগত রাত ১১ টায় ভাসমান এলএনজি টার্মিনাল দুটিতে সফলভাবে পুনঃসংযোগ করা হয় এবং সেগুলো থেকে জাতীয় গ্রিডে পূর্ণ মাত্রায় গ্যাস সরবারহ শুরু হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু রবিবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী তার পোস্টে কারিগরি টিমকে ধন্যবাদ জানিয়েছেন এবং সংকটকালে বিদ্যুৎ ও গ্যাসের গ্রাহকদের পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত ১৩ ও ১৪ মে গভীর সমুদ্রে ঘূর্ণিঝড় মোখার কারণে ভাসমান টার্মিনাল দুটির মধ্যে একটি ভেসে যায় এবং আরেকটির সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। ভাসমান টার্মিনাল দুটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ ও গ্যাসের গ্রাহকেরা কিছুটা ভোগান্তিতে পড়েন।

গত ১৪ মে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, একটা ভাসমান এলএনজি টার্মিনাল সরে গেছে কিন্তু  আরেকটি রয়ে গেছে।

একটা ভাসমান এলএনজি টার্মিনাল সরে যাওয়ায় গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনাল হয়তো আমরা ঠিক করতে পারব না, ৪০০ ঘনফুট গ্যাসের ঘাটতি থাকবে। দুটি পুরোদমে চালু হতে ১২-১৫ দিন সময় লাগবে।

Advertisement
Share.

Leave A Reply