fbpx

প্রবাসীদের জন্য প্রভিডেন্ট ফান্ড চালুর প্রস্তাব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রবাসী যোদ্ধাদের জন্য প্রভিডেন্ট ফান্ডের মতো একটি স্কিম চালুর কথা ভাবছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

যেখানে প্রবাসী কর্মী দেশে যে পরিমাণ টাকা পাঠাবেন, তার ১০ শতাংশ এই সঞ্চয় স্কিমে জমা রাখলে সরকার তার অ্যাকাউণ্টে মোট ৫ শতাংশ টাকা যুক্ত করে দেবে। যার মধ্যে চলমান ২ শতাংশ প্রণোদনার সঙ্গে আরও ৩ শতাংশসহ মোট ৫ শতাংশ টাকা দেয়া হবে।

আর যাঁরা এই সঞ্চয় স্কিমে যুক্ত হবেন না, তাঁরা এখনকার মতো ২ শতাংশ হারে প্রণোদনা পাবেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (সিপিএফ) ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স’ নাম দিয়ে স্কিমটির একটি ধারণাপত্র তৈরি করা হয়েছে। প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ গত ২৮ এপ্রিল অর্থমন্ত্রীকে পাঠিয়েছেন। মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন এই ধারণাপত্রটি তৈরি করেছেন।

ধারণাপত্রে বলা হয়, প্রভিডেন্ট ফান্ডে কর্মীরা তাঁদের পাঠানো টাকার ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত জমা করতে পারবেন। তিন থেকে পাঁচ বছরের একটি নির্দিষ্ট মেয়াদ থাকবে। তবে চাইলে এক বছর পর প্রবাসী কর্মী টাকা উত্তোলন করতে পারবেন। জমা টাকার সুদও পাবেন তাঁরা।

সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ডে ১৩ শতাংশ সুদ দেয় সরকার। প্রবাসীদের জন্যও একই সুদ চালু করা যেতে পারে। তবে যেহেতু ৫ শতাংশ প্রণোদনা দেওয়া হবে, তাই সুদের হার ১০ থেকে ১১ শতাংশের মধ্যে রাখাটা ভালো হবে।

এই পত্রে আরও বলা হয়, কর্মী চাইলে যেকোনো সময় আংশিক বা পুরো টাকা তুলে নিতে পারবেন। টাকা তোলার আবেদন জমা দেওয়ার পর তা দিতে কোনোভাবেই ১৫ দিনের বেশি সময় নেওয়া যাবে না। প্রবাসীদের পাঠানো টাকা থেকে প্রভিডেন্ট ফান্ডে জমার অংশ কেটে নেওয়া হবে। এটি ঐচ্ছিক বা বাধ্যতামূলক হতে পারে। তবে শুরুতে এটি ঐচ্ছিক রাখা যেতে পারে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ অর্থমন্ত্রীকে দেওয়া চিঠিতে বলেন, কোনো  প্রবাসী কর্মী দেশে পাঠানো টাকার ১০ শতাংশ সঞ্চয় স্কিমে জমা রাখলে সরকার সেখানে ৫ শতাংশ প্রণোদনা দিতে পারে। তার মানে, একজন প্রবাসী দেশে ১০০ টাকা পাঠালে তাঁর সুবিধাভোগী ৯০ টাকা পাবেন। বাকি ১০ টাকা তাঁর সঞ্চয়ী হিসাবে জমা হবে। এর সঙ্গে সরকারি প্রণোদনার ৫ টাকা যুক্ত হয়ে ১৫ টাকা তাঁর নামে জমা থাকবে।

Advertisement
Share.

Leave A Reply