fbpx

প্রাথমিকের মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারীদের বিশেষ সম্মাননা দেবে সরকার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অবসরে যাওয়া প্রাথমিকের শিক্ষক ও কর্মচারীদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

অবসরে যাওয়া প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা, তাঁদের সম্মাননা দেয়া হবে বলে অধিদফতর থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরা যাতে ভোগান্তিতে না পড়েন সে ব্যবস্থাও নেয়া হবে বলেও জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘আমরা যারা স্বাধীন দেশে সম্মানের সঙ্গে বাস করছি তাদের উচিত সেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেয়া। এ কারণেই অবসরে যাওয়া মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাবো। এতে পরবর্তী প্রজন্ম শিখবে কীভাবে সম্মানি ব্যক্তিদের সম্মান জানাতে হয়।’

অধিদফতর সূত্রে জানা গেছে, আগে থেকেই তারা মুক্তিযোদ্ধা শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা সংগ্রহ করে রেখেছে। আর মাসিক সমন্বয় সভা থেকে জানা গেছে, চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্যসব বিভাগ থেকে তালিকা পাওয়া গেছে। এই সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

অধিদফতরের গঠিত বাছাই কমিটি সতর্কতার সঙ্গে অনলাইনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তালিকার সঙ্গে যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি পেনশন এই নিতে যাতে কর্মকর্তাদের কোনো ভোগান্তি পোহাতে না হয়, সে বিষয়েও অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply