fbpx

প্রাথমিক ও কিন্ডারগার্টেনের ছুটি ২২ মে পর্যন্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি ২২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটির এই সময়ে শিক্ষার্থীরা বাসাতেই থাকবে।পাশাপাশি অনলাইনে ক্লাস করবে।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে রোজার ঈদের পর, আগামী ২৩ মে।

করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ৩০ মার্চ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছিল সরকার। এখন আর সেটি হচ্ছে না।

অন্যদিকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আগামী ২৪ মে খুলবে। এর আগে বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলবে ১৭ মে।

Advertisement
Share.

Leave A Reply