fbpx

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল জানবেন যেভাবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নানা নাটকীয়তা শেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার (১ মার্চ) রাত সাড়ে ১০টার পর এই ফল প্রকাশ করা হয়। আগের ফলে ভুলের জন্য অধিদপ্তর থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃত্তি পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (http://www.dpe.gov.bd) এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd, স্থানীয়ভাবে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া যাবে।

এছাড়া ঘরে বসেও মোবাইলে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। এজন্য মোবাইলে DPE Thana/Upazila Code No.Roll Number Year লিখে 16222-এ এ পাঠালে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ২০২২ সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। যেখানে এ বছর প্রাথমিকে ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩৩ হাজার ও ৪৯ হাজার শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩৮৩ জন।

কিন্ত সেদিনই সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় বৃত্তি পরীক্ষার ফল স্থগিত করা হয়।

Advertisement
Share.

Leave A Reply