fbpx

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল বিকেলে, বাড়ছে না পদসংখ্যা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আজ বিকেলে প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। বিজ্ঞপ্তির বিপরীতে অনুমোদিত পদেই নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। সে অনুসারে ৩২ হাজার ৫৭৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

২০২০ সালে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা ৩২ হাজার ৫৭৭ থাকলেও শোনা যাচ্ছিল, শেষ মূহূর্তে তা আরও বাড়তে পারে। চলতি মার্চে মন্ত্রণালয়ের এক সভায় সাংবাদিকদের বলা হয়েছিল, ৪৫ হাজার সহকারী শিক্ষক নেওয়া হবে। অবসরের কারণে ১০ হাজারের বেশি পদ খালি হওয়ায় পদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে এখন এই সংখ্যা বাড়ানো হবে না বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply