fbpx

ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তিতে বাধা নেই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রায় চার বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে তার ‘শনিবার বিকেল’ সিনেমাটি। বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।

অবশেষে আজ ‘শনিবার বিকেল’ ছবিটি মুক্তির অনুমতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপিল কমিটি।

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটা ভয়াবহ সন্ত্রাসী হামলাকে উপজীব্য করে নির্মিত ছবিটি আপিল বোর্ডে শুনানি হয় আজ শনিবার (২১ জানুয়ারি)।

শুনানিতে নির্মাতা–প্রযোজকের বক্তব্য শোনেন আপিল বোর্ডের সদস্যরা। এরপর অভিমত প্রকাশ করে জানান, সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তিতে কোনো বাঁধা নেই। গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন আপিল বোর্ড সদস্য সাংবাদিক শ্যামল দত্ত।

‘শনিবার বিকেল’র ইংরেজি নাম ‘স্যাটারডে আফটারনুন’। এ সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানি প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply