fbpx

ফিলিপাইনে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। ৫০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে ৯০ জনের বেশি আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিলিপাইনের সুল প্রদেশের জলো দ্বীপে অবতরণ করার সময় সি-130 বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের বেশিরভাগ যাত্রী সেনাসদস্য। এদের মধ্যে ৪৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আহত ৫০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধারকারীরা।

এর আগে ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেজানা জানিয়েছিলেন, ৮৫ জন আরোহী নিয়ে রবিবার সকালে সুলু প্রদেশের জোলো দ্বীপে সামরিক বাহিনীর সি-১৩০ মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়।

সামরিক বিমানটি স্থানীয় কাগায়ান দে ওরো থেকে দক্ষিণাঞ্চলের মিন্দানাওয়ে যাচ্ছিল। পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটিতে ৯২জন যাত্রী ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানটির বিধ্বস্ত হওয়ার ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে বিমানে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা যায়।

তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায় নি। এ বিষয়ে ফিলিপাইনের বিমানবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মেনার্দ মারিয়ানো বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে। তবে আমরা এখন উদ্ধারকাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’

Advertisement
Share.

Leave A Reply