fbpx

ফেসবুকে নচিকেতার ডিভোর্সের ঘোষণা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী আজ (১৭ জানুয়ারি) নিজস্ব ফেসবুকের এক পোস্টের মাধ্যমে ডিভোর্সের ইঙ্গিত দিয়েছেন। নচিকেতা তার ফেসবুকে ওয়ালে লেখেন, অবশেষে ডিভোর্সটা হয়েই গেল। তার এই পোস্টের পর ফেসবুকে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

কিন্তু অনেকেই ধারণা করছেন হয়ত নতুন কোনো গান আসছে এই সংগীতশিল্পীর। যার শিরোনাম হতে পারে, “অবশেষে ডিভোর্সটা হয়েই গেল”।

তবে ঘটনা যাই হোক, নড়ে বসেছেন নচিকেতা ভক্তরা। তারা দুই দলে বিভক্ত হয়েছেন। একদল হায় হায় করছেন, শিল্পীর দাম্পত্য বিচ্ছেদের অনুমান করে। আরেক দলের অনুমান, নচিকেতা সবসময় বাস্তবমুখী গান তৈরি করেন।

৫৭ বছর বয়সি জনপ্রিয় এই শিল্পীর বাড়ি কলকাতায়। সেখানেই তার জন্ম। তবে নচিকেতার পৈতৃকবাড়ি বাংলাদেশের ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেচরীরামপুর গ্রামে। কলেজের বান্ধবী সুমিতাকে বিয়ে করেন নচিকেতা। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে তাদের সাংসারিক কোনো ঝামেলার খবর সামনে আসেনি কখনও। স্ত্রী সুমিতা একদম শুরু থেকে নচিকেতার সহযোদ্ধা হয়ে পাশে রয়েছেন। তাদের একমাত্র কন্যা ধানসিঁড়ি গায়ক বাবার দেখানো পথে হেঁটেছেন। পড়াশোনা শেষ করে বর্তমানে প্লেব্যাক শুরু করেছেন ধানসিঁড়ি।

Advertisement
Share.

Leave A Reply