fbpx

কানাডায় নিউজ শেয়ার বন্ধ করল ফেসবুক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত সপ্তাহে কানাডায় `বিল সি ১৮’ বা অনলাইন নিউজ অ্যাক্ট আইন পাশ হবার পর মেটা এবং গুগল তাদের প্লার্টফর্মে কানাডিয়ান ব্যবহারকারীদের সংবাদ দেখার সুযোগ বন্ধ করে দিয়েছে।

এই নতুন আইনে মেটা এবং গুগলকে তাদের কনটেন্টের জন্য কানাডিয়ান সংবাদ সংস্থাগুলোর সাথে বাণিজ্যিক চুক্তি করতে হবে।

বিজ্ঞাপন থেকে আসা আয়ের অংশ কীভাবে ভাগ হবে সেটি নিয়ে বৈশ্বিক এই প্লাটফর্মগুলোর সাথে দেশটির সংবাদ সংস্থাগুলোর বিবাদ বহু বছরের পুরাতন। আইনটি মূলত কানাডার সংবাদ শিল্পের কর্তাদের অভিযোগের পরই এসেছে।
মেটা তার কানাডার ব্যবহারকারীদের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে খবরের অ্যাক্সেস বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে।

কানাডায় মেটার পাবলিক পলিসির প্রধান র্যাচেল কুরান জানিয়েছেন যে, নিউজ আউটলেটগুলো সবসময় স্বেচ্ছায় ফেসবুক এবং ইনস্টাগ্রামে তাদের পাঠক ও দর্শক বাড়াতে নিউজ শেয়ার করে।’

তিনি আরো বলেন যে, ‘যেসকল ইউজাররা আমাদের প্ল্যাটফর্মগুললো ব্যবহার করে তারা আমাদের কাছে খবরের জন্য আসে না।’

কানাডার এই আইনটি একটি গ্রাউন্ড ব্রেকিং আইন। অস্ট্রেলিয়া ২০২১ সালে এমন আইন পাস করেছে। গুগল এবং মেটা থেকে তাদের পরিষেবাগুলো কমানোর কথা বলেছে।

আইন সংশোধনের প্রস্তাব দেওয়ার পরে উভয় সংস্থাই অবশেষে অস্ট্রেলিয়ান মিডিয়া সংস্থাগুলোর সাথে চুক্তি করে।
কিন্তু গুগল বলছে, কানাডিয়ান আইন অস্ট্রেলিয়া এবং ইউরোপে প্রণীত আইনগুলোর মতো না।

Advertisement
Share.

Leave A Reply