fbpx

বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টিপাত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃষ্টি আরও কমতে পারে। এতে দিনের তাপমাত্রাও বাড়তে পারে কিছুটা। তবে কাল বা পরশু উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে।

শুক্রবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এদিকে উত্তরাঞ্চলের স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উন্নতির পর চলতি মাসে দেশে নতুন করে আর বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তারা।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি কমছে। ব্রহ্মপুত্র ও যমুনার পানিও কমছে।

তবে পানি বাড়ছে গঙ্গা ও পদ্মার, যা আগামী ২৪ ঘণ্টা (বুধবার সকাল ৬টা) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

Advertisement
Share.

Leave A Reply