fbpx

বিশ্বে শান্তির দুর্ভিক্ষ চলছে: বড়দিনের ভাষণে পোপ ফ্রান্সিস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস তার বার্ষিক বড়দিনের বার্তায় ‘ইউক্রেনে নির্বোধ যুদ্ধ অবিলম্বে শেষ করার’ আহ্বান জানিয়েছেন।

আজ রবিবার (২৫ ডিসেম্বর) ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে হাজারো খ্রিস্টধর্মাবলম্বীদের সামনে দেওয়া বক্তব্যে ‘যুদ্ধের অস্ত্র হিসেবে খাদ্য ব্যবহারের’ নিন্দা জানান তিনি।

বিবিসি জানায়, গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর থেকে বিশ্ববাজারে গমের দাম বাড়ছে এবং ইউক্রেন মাত্র ৩০ শতাংশ গম সরবরাহ করতে পেরেছে।

পোপ হওয়ার পর থেকে এটি ছিল ফ্রান্সিসের দশম বড়দিনের ভাষণ।

পোপ তাঁর ভাষণে ইউক্রেন যুদ্ধ নিয়ে বেশিরভাগ কথা বললেও সিরিয়া, মিয়ানমার, ইরান ও হাইতির পাশাপাশি আফ্রিকার সাহেল অঞ্চলে সংঘাত এবং মানবিক সংকটের কথাও উল্লেখ করেন।

পোপ বলেন, ‘বিশ্বে শান্তির দুর্ভিক্ষ চলছে।’

তিনি সতর্ক করে বলেন যে, ‘সংকট ও দুর্ভোগের প্রতি বিশ্ব এতটাই অসংবেদনশীল হয়ে ‍উঠেছে যে, যখন এগুলো ঘটে চলেছে কিন্তু কেউ আমলে নিচ্ছে না।’

Advertisement
Share.

Leave A Reply